সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৫শে মার্চ, ২০২৩ ইং | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কম্পিউটারের সিমস পরিস্কার করা

মেহেদী আকরাম | June 16, 2009, 9:19 PM

কম্পিউটারের বায়োস পাসওয়ার্ড ভুলে গেলে, সয়ংক্রিভাবে বায়োসে পাসওয়ার্ড সেট হলে, ডিপ্লে না আসলে অথবা আরো অনেক কারণে সিমস (CMOS) পরিস্কার করার প্রয়োজন হয়। এজন্য কম্পিউটার থেকে বিদ্যুতের সংযোগ বিছিন্ন করুন এবং ২-১ মিনিট অপেক্ষা করুন। এবার সিস্টেম ইউনিট খুলে বায়োস ব্যাটারি খুলুন। এবার IDE পোর্ট এবং ব্যাটারির কাছাকাছির জাম্পারটি খুলুন এবং কয়েক মিনিট অপেক্ষা করুন। এবার আগের মত লাগিয়ে কম্পিউটার চালু করুন।

১টি মন্তব্য

মন্তব্য করুন