গুগলের নিউজ টাইমলাইন
গুগল ল্যাবসের নতুন সুবিধা হিসাবে গুগল নিউজ টাইমলাইন বেশ জনপ্রিয় হতে চলেছে। এই সাইট থেকে সহজেই শ্রেণী হিসাবে বিভিন্ন সংবাদজাতীয় তথ্য পাওয়া যাবে যেকোন দিনের। এজন্য এই http://newstimeline.googlelabs.com সাইটটিতে যান। এবার বাম পাশের ড্রপডাউন থেকে যেকোন শ্রেণী নির্বাচন করে ডানের Add query বাটনে ক্লিক করুন। আর যদি কোন শ্রেণীর নির্দিষ্ট কোন বিষয় এর সংবাদ চান তাহলে তা Add query বাটনের বামে টেক্সট বক্সে লিখে কুয়েরি করুন। এভাবে একাধিক কুয়েরি করে দেখা যাবে। আর নির্দিষ্ট সাইটের ক্ষেত্রে http://newstimeline.googlelabs.com/?subs=blog. এরপরে সাইটের ফেড লিখে (যেমন, http://newstimeline.googlelabs.com/?subs=blog.http://feeds2.feedburner.com/shamokaldarpon) ব্রাউজ করুন, তাহলে উক্ত সাইটের সংবাদ দেখা যাবে। এবার আপনি দিন, সপ্তাহ, মাস, বছর বা দশক হিসাবে এমনকি নির্দিষ্ট তারিখের সংবাদ দেখতে পারবেন।