সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাতে গুগল ক্রোম

মেহেদী আকরাম | June 2, 2009, 1:26 PM

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইন্টারনেট ব্রাউজার গুগলক্রোম অনেক আগেই অবমুক্ত হয়েছে। এখন আপনি চাইলে মাতৃভাষা বাংলাতেই গুগল ক্রোম ব্যবহার করতে পারবেন। তবে সমপ্রতি গুগল ক্রোমের ইংরেজী সংস্করণ ৩.০.১৮২.৩ অবমুক্ত হলেও বাংলা সংস্করণ ২.০.১৭২.২৮ রয়েছে। বাংলা সংস্করণ ডাউনলোড করার জন্য www.google.com/chrome সাইটে যান এবং উপরের ডান থেকে বাংলা ভাষা নির্বাচন করুন। এবার Google Chrome ডাউনলোড করুন বাটনে ক্লিক করে গুগল ক্রোম ডাউনলোড করে ইনস্টল করুন এবং উপভোগ করুন বাংলা ভাষায় গুগল ক্রোম।

৫টি মন্তব্য

  1. মেহেদি ভাই খবরটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

  2. সালাম ভাই
    দিন দিন আপসি অনেক সুনাম অর্জন করছেন এর জন্য আমরা গর্ভবতী(আমি ও জাহিদ)।
    কিন্তু আপনি বিয়ে করবেন কবে?
    তাড়াতাড়ি বলেন……………….

    sorry Boss……………………
    don’t mind

মন্তব্য করুন