সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বহনযোগ্য গুগল ক্রোম

মেহেদী আকরাম | September 25, 2010, 7:53 PM

জনপ্রিয় সার্চ জয়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোমও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গুগল ক্রোমের ওয়েব সাইটে সাধারণত অফলাইন সংস্করণ (যে সংস্করণ ইনস্টল করতে ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয় না) পাওয়া যায় না। অন্য কিছু সফটওয়্যারের ওয়েবসাইট থেকে অবশ্য অফলাইন সংস্করণ ডাউনলোড করা যায়। তবে জনপ্রিয় বহনযোগ্য সংস্করণ তৈরীকারক ওয়েবসাইট পোর্টেবলএ্যাপস ডট কম গুগল ক্রোমের হালনাগাদ সংস্করণের বহনযোগ্য সংস্করণ অবমুক্ত করেছে। ফলে এখন থেকে http://portableapps.com/apps/internet/google_chrome_portable থেকে গুগল ক্রোমের বহনযোগ্য সংস্করণ ডাউনলোড করা যাবে। এছাড়াও এই সাইটে আরো বিভিন্ন ফ্রিওয়্যার সফটওয়্যরের বহনযোগ্য সংস্করণ পাওয়া যাবে।

মন্তব্য করুন