বিভিন্ন ওয়েব সাইট থেকে ডকুমেন্ট কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করলে উক্ত ওয়েব পেজে থাকা হাইপারলিংক সহ ডকুমেন্টে চলে আসে। প্রয়োজনে এই লিংকগলোকে এক এক করে রিমুভ করতে হয়। আপনি যদি ওয়ার্ড ডকুমেন্টের যতটুক অংশের হাইপারলিংক মুছে ফেলতে চাই ততটুক নির্বাচন করে Ctrl+Shift+F9 চাপুন। ব্যাস এবার দেখুন কোন হাইপারলিংক নেই।
অনেক ধন্যবাদ মেহেদী ভাই, এটা আমার অনেক কাজে লাগবে…