সিস্টেমের তথ্য জেনে নিন

আপনার কম্পিউটার কত সময় চলছে বা কবে অপারেটিং সিস্টেম ইনষ্টল করা হয়েছে তা দেখে নিতে পারেন খুব সহজে। এজন্য কমান্ড প্রোম্পট খুলে systeminfo লিখে এন্টার করুন। কয়েক সেকেন্ডের মধ্যে সিস্টেমের বেশ কিছু তথ্য দেখাবে। এবার System Up Time অংশে কত সময় কম্পিউটার খুলেছেন তা দেখাবে এবং Original Install Date এ কবে ইনষ্টল করেছেন তা রয়েছে। এছাড়াও সিস্টেমের বেশ কিছু তথ্য রয়েছে।

One Comment on "সিস্টেমের তথ্য জেনে নিন"

  1. আমি কিভাবে এক্সপি এর ফাইল গুলো বুট করাতে পারি । কি সফটওয়ার দিয়ে রাইট করলে এটা বুট করবে । যদি বলেন উপকৃত হবো

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৩ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস