পিংবক্স দ্বারা নিজের সাইট ভিজিটরের সাথে চ্যাট করা
আপনার ওয়েব সাইটে যারা ভিজিট করছে তাদেরকে কোন ম্যাসেঞ্জার ছাড়াই আপনার সাথে চ্যাটিং করার সুযোগ করে দিতে পারেন ইয়াহু ম্যাসেঞ্জার পিংবক্স দ্বারা। ফলে আপনার সাইটের ভিজিটরদের নিজস্ব একাউন্ট বা ইয়াহু ম্যাসেঞ্জার ইনস্টল থাকার প্রয়োজন নেই। আপনি অনলাইনে থাকলে ভিজিটররা কোন ঝামেলা ছাড়াই সরাসরি আপনার সাথে চ্যাটিং করতে পারবে।
এজন্য http://messenger.yahoo.com/pingbox সাইটে যান এবং সাইন ইন করুন। এবার Create a Pingbox বাটনে ক্লিক করুন। এরপরে New Pingbox এ পছন্দের পটভুমি, Text size & color এ ফন্টের সাইজ এবং রং, Display name, Online greeting, Offline message পূবণ করুন, Require visitors to enter Nickname to send IM (ফলে ভিজিটরকে অবশ্যয় একটি নাম দিতে হবে) এ টিক চিহ্ন দিন, Save Pingbox as এ নাম লিখে Save বাটনে ক্লিক করুন। এবার পরবর্তী পেজ থেকে আপনার সাইটের ধরন এবং পিংবক্সের সাইজ নির্ধারণ করুন। সবকিছুর ডানে দেখা যাবে এবং কোড জেনারেট হবে। এবার Copy to Clipboard বাটনে ক্লিক করলে ক্লিপ বোর্ডে কোড আসবে। এরপরে আপনার সাইটে কোড পেস্ট করুন। এরপরে আপনি ইয়াহুতে লগইন অবস্থায় থাকলে পিংবক্সের মাধ্যমে ভিজিটরটরা আপনার সাথে চ্যাটিং করতে পারবে। আপনি চাইলে পরবর্তিতে পিংবক্স পরির্বতন বা মুছে দিতে পারবেন। প্রয়োজনে ম্যাসেঞ্জারে পিংবক্স বন্ধ করেও রাখতে পারবেন।
here is the another exemple http://bdcommunity.wordpress.com/2009/03/07/পিংবক্স-দ্বারা-নিজের-সাই/
মেহেদী ভাই আমার খুব উপকারে আসলো জিনিসটা। এইমাত্র আমার সাইটে Pingbox টা এড করলাম।