সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মে, ২০২৩ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এক্সেলে তারিখের ব্যবধান নির্ণয়

admin | August 20, 2007, 10:29 AM

এক্সেলে দুইটি তারিখের মধ্যে কত দিনের পার্থক্য তা খুব সহজে বেড় করা যায়। প্রথমে A2 এবং A1 সেলে তারিখদ্বয় লিখুন এবার A3 সেলে =A2-A1 লিখুন। এখন A3 সেল সিলেক্ট করে Format মেনু থেকে Cells… -এ (Ctrl+1) ক্লিক করুন। এবার Number ট্যাব এর Category থেকে Number সিলেক্ট করে Decimal places ০ রেখে Ok করুন, তাহলে তারিখদ্বয়ের ব্যবধান কত দিন আসবে তা দেখাবে।

মন্তব্য করুন