এক্সেলের কলামের লেখা রোতে বা রো’ এর লেখা কলামে পেষ্ট করা যায়। এজন্য একটি কলামের কয়েকটি সেলের লেখা সিলেক্ট করে কপি করুন এবং Edit মেনু থেকে Paste Special… সিলেক্ট করুন এবং Transpose বক্স চেক করে পেষ্ট করুন তাহলে দেখবেন লেখাগুলো কলামে না হয়ে রোতে পেষ্ট হয়েছে। এভাবে রো থেকে কলামেও পেষ্ট করা যাবে।
অসাধারণ!!!!!!!!!!!!!!