সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এক্সেলে রো বা কলামে পেষ্ট করা

admin | August 20, 2007, 10:30 AM

এক্সেলের কলামের লেখা রোতে বা রো’ এর লেখা কলামে পেষ্ট করা যায়। এজন্য একটি কলামের কয়েকটি সেলের লেখা সিলেক্ট করে কপি করুন এবং Edit মেনু থেকে Paste Special… সিলেক্ট করুন এবং Transpose বক্স চেক করে পেষ্ট করুন তাহলে দেখবেন লেখাগুলো কলামে না হয়ে রোতে পেষ্ট হয়েছে। এভাবে রো থেকে কলামেও পেষ্ট করা যাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন