সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এক্সেলের সেলের তথ্য লুকানো

admin | August 20, 2007, 10:30 AM

এক্সেলে কোন সেলে তথ্য লিখে তা লুকিয়ে রাখা যায় অর্থাৎ উক্ত সেলের তথ্য এবং তথ্যগত সকল কাজ চলবে কিন্তু সেল দেখতে খালি মনে হবে। সেলের তথ্য লুকাতে হলে উক্ত সেল (গুলো) সিলেক্ট করে Format মেনু থেকে Cells… -এ (Ctrl+1) ক্লিক করুন। এবার Number ট্যাব এর Category থেকে Custom সিলেক্ট করুন এবং Type ইনপুট বক্সে অংশে ;;; (তিনটি সেমিকোলন) লিখে Ok করুন। তাহলে উক্ত সেল (গুলো) এর তথ্য দেখা যাবে না। আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে Type ইনপুট বক্সে অংশের ;;; মুছে দিলেই হবে।

মন্তব্য করুন