ইউটিউবের ভিডিওতে নিজস্ব লোগো যুক্ত করা

বিভিন্ন প্রয়োজনে আমরা ইউটিউবে ভিডিও শেয়ার করে থাকি। এই ভিডিও এর উপরে নিজের কোম্পানী বা পছন্দমত লোগো সেট করা যায়। ফলে কোন ভিডিও শেয়ার করার সাথে সাথে নিজের নিজের বা কোম্পানীর বিজ্ঞাপনও করা যাবে।
logo
এজন্য ইউটিউবে লগইন করে https://www.youtube.com/account_featured_programming ঠিকানাতে যান।
এখানে Featured Channel এ দেখুন ডিফল্ট লোগোটি স্যাম্পল ভিডিও এর ডান দিকে দেখা যাচ্ছে।
অন্য কোন লগো সেট করেত চাইলে Your channel avatar এর Custom এ ক্লিক করে আপলোড করে আপলোড করুন। এতে JPG, non-animated GIF, BMP বা PNG ফরম্যাটের ৮০০*৮০০ পিক্সেলের ১ মোগাবাইট পর্যন্ত ছবি/লোগো আপলোড করা যাবে।
আপলোড শেষে ডানের Position এ লোগো ভিডিও এর কোথায় বসবে তা নির্বাচন করে Display time নির্ধারণ করে Save বাটনে ক্লিক করুন।
তাহলে আপলোড করা সকল ভিডিও এর উপরে উক্ত লোগো দেখাবে।

৫ Comments on "ইউটিউবের ভিডিওতে নিজস্ব লোগো যুক্ত করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস