
কম্পিউটারের হার্ডডিক্স ডিফ্রাগমেন্ট করার জন উইন্ডোজের সাথে মাইক্রোসফটের নিজস্ব টুলস আছে। এছাড়াও বিভিন্ন টুলস দ্বারা ডিক্স ডিফ্রাগমেন্ট করা যায়। এমনই একটি ডিফ্রাগমেন্টেশন টুলস হচ্ছে ডিক্স স্পিডআপ। ফ্রিওয়্যার এই সফটওয়্যার দ্বারা অটো ডিফ্রাগ, শিডিউল ডিফ্রাগ, অপটিমাইজ, অ্যানালাইজ করা যাবে।