জিমেইলে যুক্ত হলো থীম
গুগল সম্প্রতি জিমেইল জন্য থীম অবমুক্ত করেছে। জিমেইল ব্যবহারকারীরা প্রায় ২৬টি মত থীম ব্যবহার করতে পারবেন। এছাড়াও লগইন পেজটিতেও থীম যুক্ত করা হয়েছে। জিমেইলে লগইন করলে সয়ংক্রিয়ভাবে ডিফল্ট থীম সক্রিয় অবস্থায় থাকবে। থীম পরিবর্তন করার জন্য সেটিংসে গেলে দেখবেন Themes নামে নতুন একটা ট্যাব এসেছে। থীম ট্যাব থেকে পছন্দের থীমটিতে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে থীমটি সক্রিয় হবে এবং জিমেইল নতুন রূপে আসবে। তবে পূর্বে ব্যবহৃত থীমটি Default নামের থীম নয়, তাই কেউ যদি থীম ব্যবহার করতে না চাইলে Classic থীমটি নির্বাচন করুন।
মেহিদী ভাই আমার জি মেইল এ কোন থিম নামে ট্যাব আসে নাই আমি কি করি।