সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যত খুশি ফ্রি এসএমএস করুন

admin | July 1, 2007, 1:42 PM

ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করার অনেক ওয়েবসাইট আছে কিন্তু www.wadja.com তাদের থেকে একটু ব্যাতিক্রম। এখানে থেকে কোন প্রকারের বাধ্যবাধকতা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে যেকোন অপারেটরে। এছাড়াও এখানে রেজিষ্ট্রেশন করতে কোন মোবাইল নম্বরের প্রয়োজন হয়না। শুধুমাত্র ই-মেইলের ঠিকানাতে আসা লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করা যাবে। ১১৭ ক্যারেক্টটারের এসএমএস পাঠানো যাবে এর সাথে আপনার প্রফাইলের ঠিকানাও যাবে। আপনার ইউজার যদি mehdiakram হয় তাহলে প্রফাইলের ঠিকানাও www.wadja.com/mehdiakram হবে। আপনার প্রফাইলে ছবি সহ বিভিন্ন তথ্য দিয়ে রাখতে পারেন।

২টি মন্তব্য

  1. এখানে তো দিনে ৩ টা মাত্র ফ্রি এসএমএস করা যায়। এর চেয়েও বেশি বা আনলিমিটেড কোন ফ্রি এসএমএস এর ঠিকানা থাকলে দয়া করে একটু পোষ্ট লিখবেন।

মন্তব্য করুন