সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে এডোবি ভিডিও সম্পাদনার সফটওয়্যার

admin | July 1, 2007, 1:28 PM

এডোবি ইউটিউব এবং এমটিভি ডট কমের ব্যবহারকারীদের জন্য অনলাইনে ভিডিও সম্পাদনার সফটওয়্যার প্রিমিয়ার এক্সপ্রেস এর ফ্রি ভার্সন ছেড়েছে যেখান থেকে ভিডিও রিমিক্স করা যাবে সহজে। ড্রাগ-ড্রপের সাহায্যে ব্যবহারকারীরা সহজে এবং দ্রুত ওয়েব ভিডিও সম্পদনা (ক্লিপ, মিউজিক, ফটো, ইফেক্ট, ট্রান্সসিশন এবং টাইটেল যুক্ত) করতে পারবে। ইউটিউবের ব্যবহারকারীরা বর্তমানে এই সুবিধা পাচ্ছেন এবং এমটিভি ডট কমের ব্যবহারকারীরা ২৭ জুন থেকে এই সুবিধা পাবে। এডোবি প্রিমিয়ার এক্সপ্রেস মূলত ফ্লাশবেসট এ্যাপলিকেশন যা চলাতে কোন প্লাগ-ইন্স বা সফটওয়্যার না লাগলেও ফ্লাশ ৯.০ ইনষ্টল থাকতে হবে। বিস্ত্তারিত এডোবিও ওয়েবসাইট www.Adobe.com থেকে জানা যাবে।

মন্তব্য করুন