উইকিপিডিয়ার নিবন্ধকে পিডিএফ বা ইবুক বানানো

জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া নিবন্ধগুলোকে সহজেই পিডিএফ বা ইবুক বানানো যায়। সমপ্রতি উইকিপিডিয়াতে এধরনের সুবিধা যুক্ত করা হয়েছে।
পিডিএফ তৈরী করা: পিডিএফ তৈরী করার জন্য উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি পিডিএফ করতে চান সেই নিবন্ধটির পাতাতে ঢুকুন। এবার বামপাশের প্যানেল থেকে Print/export এর Download as PDF এ ক্লিক করুন। তাহলে Rendering (পিডিএফ তৈরী) হবে এবং Download the file লিংক আসবে, উক্ত লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করলেই হবে।
ইবুক তৈরী করা: ইবুক তৈরী করার জন্য উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে যে নিবন্ধটি ইবুক করতে চান সেই নিবন্ধটির পাতাতে ঢুকুন। এবার বামপাশের প্যানেল থেকে Print/export এর Create a book এ ক্লিক করুন। এখন Book Creator পেজে Start Book Creator বাটনে ক্লিক করে Add this page to your book এ ক্লিক করুন তাহলে তা ডানের Show book এ যুক্ত হবে এবং পেজে/ নিবন্ধের সংখ্যা দেখাবে। এভাবে ইচ্ছামত পেজ/নিবন্ধ যুক্ত করতে পারবেন। চাইলে যুক্ত করা পেজ Remove this page from your book বাটনে ক্লিক করে মুছে দিতে পারবেন। পেজ যুক্ত করা শেষে Show book (? pages) এ লিংকে ক্লিক করে ইবুকের টাইটেল, সাবটাইটেল ইত্যাদি দিয়ে নিচে দরকারমত চ্যাপটা তৈরী করে, ড্রাগ-ড্রপ করে নিবন্ধ উপরে নিচে নিয়ে, প্রয়োজনে নিবন্ধ মুছে ফেলে ডানের Download অপশনে ফাইল ফরম্যাট নির্বাচন করে Download বাটনে ক্লিক করলে Rendering (পিডিএফ তৈরী) হবে এবং Download the file লিংক আসবে। এখন উক্ত লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।
এখানে উল্লেখ্য যে বর্তমানে বাংলাভাষাকে পিডিএফ তৈরী করলে ফন্ট ঠিকমত দেখায় না।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস