ই-মেইলে পাঠান যেকোন সাইজের ফাইল
বিনামূল্যে আমরা বিভিন্ন ই-মেইল ঠিকানা ব্যবহার করি কিন্তু এসব ই-মেইলে কিছু সীমাবন্ধতা আছে যেমন আপনি যে ফাইল পাঠাবেন তা ১০ মেগাবাইটের বেশী হতে পারবে না বা ই-মেইলের যায়গা কত হবে। লিকস মেইলে (www.lycos.com) বিনামূল্যে ৩ গিগাবাইট যায়গা পাওয়া যাবে এবং যেকোন সাইজের ফাইল সংযুক্ত করে মেইলের সাথে পাঠানো যাবে। এছাড়াও এখানে স্প্যাম ফিল্টারিং, ভাইরাস চেকিং এবং ই-মেইল ঠিকানা বা ডোমেইন ব্লকিং করা যাবে। গুগল বা ইয়াহুর মতো এখান থেকে ই-মেইল বা ওয়েবসাইট সার্চ করা যাবে।