অফিস ২০০৭ -এ ছবি সম্পাদনা
আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমাদের ছবিগুলোকে সম্পদন করে থাকি। চেষ্টা করি ছবিতে আকর্শণীয় ইফেক্টস দেওয়ার। ছবি সম্পদনকারী এসকল সফটওয়্যারগুলোকে টেক্কা দিয়ে মাইক্রোসফট তাদের ব্যবহারকারীদের জন্য সহজে ছবি সম্পাদন করার সুবিধা করে দিয়েছে তাদের নতুন অফিস ২০০৭ -এ। সমপ্রতি বাজারে আসা অফিস ২০০৭ -এ ছবি সম্পাদন করার বেশকিছূ নতুন এবং চমকপ্রদ সুবিধা দিয়েছে, যার সাহায্যে কোন ঝামেলা বা অভিজ্ঞতা না থাকা সত্তেও সহজে বিভিন্ন স্টাইলে ছবিগুলোকে (ইফেক্টস ব্যবহার করে) সম্পাদন করা যাবে। এজন্য প্রথমে (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট -এর) Insert ট্যাব থেকে Picture বাটনে ক্লিক করে নতুন ছবি আনুন। এবার ছবিটি নির্বাচন করলে ডানদিকে Format নামে নতুন ট্যাব আসবে যা নির্বাচন করুন (অথবা ছবির উপরে মাউস দুইবার ক্লিক করুন)। এখন Format ট্যাব থেকে Picture Styles রিবোন এর ভিজ্যুয়াল স্টাইল থেকে পছন্দের স্টাইল (স্ক্রলবারের সাহায্যে সব স্টাইল দেখে নিতে পারেন) সিলেক্ট করুন। এছাড়াও Picture Shape থেকে পছন্দের শেপের আকারে ছবি তৈরী করতে পারেন, পূর্বের মতো Picture Border থেকে বর্ডার নির্বাচন করতে পারেন এবং Picture Effects থেকে প্রায় শতাধিক নতুন ত্রিমাত্রিক ইফেক্টস ব্যবহার করতে পারেন। আর Format Picture থেকে সকল স্টাইল বা ইফেক্টস পরিবর্তন করে ইচ্ছামত ব্যবহার করতে পারেন। স্টাইল এবং ইফেক্টস একই সাথে ব্যবহার করে ছবিকে আকর্শনীয় করে তুলতে পারেন অফিস ২০০৭ -এর সাহায্যে।