হার্ডড্রাইভ থেকে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করুন

যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা কম বেশী বিভিন্ন এড-অন্স ব্যবহার করে থাকেন। কোন প্রয়োজনে অন্য কারো কম্পিউটারে এড-অন্সগুলো ইনষ্টল করতে বা নতুন করে অপারেটং সিস্টম ইনষ্টল করার পরে ফায়ারফক্স ইনষ্টল করলে পূর্বের সবগুলো এড-অন্স ইনস্টল করার প্রয়োজন হয়। তখন আপনাকে আবার নতুন করে উক্ত এড-অন্সের ওয়েবসাইটগুলো হতে খুঁজে এক এক করে ইনষ্টল করতে হবে। যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। কিন্তু আপনি যদি এড-অন্সগুলো আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখেন তাহলে পরবর্তীতে হার্ডড্রাইভ থেকেই সহজে ইনষ্টল করতে পারবেন। এজন্য .xpi এড-অন্সগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড করুন। এবার এড-অন্স ইনষ্টল করেত ফায়ারফক্সের File>Open File (Ctrl+O চেপে) এ ক্লিক করে আপনার পছন্দের এড-অন্স খুলুন এবং স্বাভাবিকভাবে ইনষ্টল করুন। আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ না থাকলেও আপনি এভাবে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করতে পারবেন।

৪ Comments on "হার্ডড্রাইভ থেকে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করুন"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস