সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৪শে মার্চ, ২০২৩ ইং | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বেটার জিমেইল ২ দ্বারা জিমেইল সাজানো

admin | June 15, 2008, 7:37 AM

জিমেইল ব্যবহারকারীরা যারা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করেন তারা চাইলে জিমেইলকে আরো সুন্দর করে সাজাতে পারেন। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/6076 থেকেবেটার জিমেইল ২ এ্যাডইন্স ইনষ্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন টুলস মেনু থেকে Better Gmail 2 তে ক্লিক করুন। এবার Skins ট্যাবে ক্লিক করে পছন্দমত স্ক্রিন নির্বাচন করুন। এর ফলে আপনার জিমেইলের রিড (পড়া) এবং আনরিড (নাপড়া) মেইলগুলো উপরে মাউস ধরলে ভিন্ন ভিন্ন রঙে দেখাবে। এছাড়াও Compose ট্যাবে HTML signatures নির্বাচন করলে সাক্ষর হিসাবে HTML ব্যবহার করা যাবে। এছাড়াও বেশ কিছু নতুন নতুন বৈশিষ্ট রয়েছে যা জিমেইল ব্যবহারকারীদের জন্য বেশ উপকারে লাগবে।

৩টি মন্তব্য

মন্তব্য করুন