সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

যাকাত সম্পর্কিত ওয়েবসাইট

admin | September 14, 2008, 9:04 PM

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। প্রত্যেক মুসলমানকে যেমন যাকাত সম্পর্কে বিশ্বাস করতে হবে তেমনই যাদের (ধনীদের) উপরে যাকাত ফরজ করা হয়েছে তাদের যাকাত আদায় করতে হবে। পবিত্র আল-কোরআন থেকে বিভিন্ন আয়াতের উদ্দৃতি দিয়ে এই ওয়েবসাইটে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাকাত শিক্ষা এবং ইসলাম ও কোরআন সম্পর্কে জ্ঞান আরোহনের জন্য মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (মক্কা) এই ওয়েবসাইট উপস্থাপন করেছে। এই সাইটে যাকাত সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং সম্পদ ও হিসাবের পদ্ধতি, যাকাত প্রদানের খাত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। আমরা আমাদের বিভিন্ন ধরণের সম্পত্তি থাকার পরেও আমরা সঠিক ধারণা পায়না আমাদের কি পরিমান যাকাত দিতে হবে, তবে এই ওয়েবসাইটের মাধ্যমে স্থাবর ও অস্থাবর (ব্যাক্তিগত ও ব্যাবসায়িক) সম্পত্তি বা নগত টাকা থেকে কি পরিমাণ যাকাত দিতে হবে তার হিসাব করা যাবে যাকাত ক্যালকুলেটর থেকে। যাকাত বিষয়ে জানতে ও যাকাতের হিসাব করতে বাংলা ও ইংরেজী ভাষাতে প্রকাশিত www.zakatguide.org ওয়েবসাইট দেখতে পারেন।

মন্তব্য করুন