সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা

উইন্ডোজ এক্সপিতে যদি হাইবারনেট ব্যবস্থা থাকে তাহলে সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পছন্দের প্রোগ্রামসহ কম্পিউটার চালু করতে পারেন। এজন্য Start/ All Programs/ Accessories/ System Tools/ Scheduled Tasks এ যান। এবার Add Scheduled Task এ দুইবার ক্লিক করে Next বাটনে ক্লিক করুন এবং পছন্দের প্রোগ্রামটি নির্বাচন করে পুনরায় Next বাটনে ক্লিক করুন। এরপর পছন্দের টাস্ক নির্বাচন করে আবার Next বাটনে ক্লিক করুন এবং সময় ও টাস্ক ঠিক রেখে Next বাটনে ক্লিক করুন। এখন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখে Next বাটনে ক্লিক করুন। এবার Open Advanced Properties for the task when I click Finish চেক বক্স চেক করে Finish বাটনে ক্লিক করুন। তাহলে প্রোপার্টিস ডায়ালগ বক্স আসবে। এখানে Setting ট্যাবে ক্লিক করে নিচের Wake The Computer To Run This Task চেক বক্স চেক করে Ok করুন। এরপরে কম্পিউটার শার্টডাউনের পরিবর্তের হাইবারনেট করলে সিডিউল টাস্কে দেওয়া নির্দিষ্ট সময়ে উক্ত প্রোগ্রামটিসহ কম্পিউটার আপনা আপনি চালু হবে। কম্পিউটার শার্টডাউন করলে সয়ংক্রিয়ভাবে কম্পিউটার চালু হবে না। তবে এজন্য বিদ্যুত বা অনান্য সংযোগ ঠিকমত থাকতে হবে।

১ Comments on "সিডিউল টাস্কের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু করা"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস