ওয়েবসাইটের দর্শক কোন দেশের?
আপনার যদি ওয়েবসাইট বা ব্লগসাইট থাকে তাহলে আপনি আপনার সাইটের ভিজিটরদের তথ্য জানতে পারবেন বা তথ্য ওয়েবসাইটে যুক্ত করে অন্যদেরকেউ জানাতে পারবেন। দেশের নাম হিসাবে এবং বিশ্বের মানচিত্র হিসাবে এগুলো দেখা যাবে। নিচে দুটি সাইটের বর্ণনা দেওয়া হলো।
দেশের নামসহ: এজন্য www.globetrackr.com সাইটে ঢুকে কোন ঝামেলা ছাড়ায় রেজিষ্ট্রেশন এবং লগইন করুন। এবার setup web site details এ ক্লিক করে আপনার সাইটের বিস্তারিত তথ্য দিন এবং সেভ করুন। এখন উপরে setup and reports এ ক্লিক করে ফিরে আসুন এবং get tracking html code এ ক্লিক করে I just want to track visitors, but I do not wish to display anything বা I want to track visitors and I would like to display information about my visitors as an image লিংকে ক্লিক করলে এইচটেএমএল সংকেত আসবে যা আপনার সাইটে যুক্ত করলে ব্যবহারী কোন দেশের তা দেখাবে, যা প্রতিনিয়ত হালনাগাদ হবে। এছাড়াও বিস্তারিত তথ্যও পাওয়া যাবে।
মানচিত্রের সাহায্যে: প্রথমে http://clustrmaps.com সাইটে ঢুকুন এবং সাইটের নাম, ইমেইল ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করুন তাহলে আপনার ইমেইলে পাসওয়ার্ড আসবে। এবার ইমেইল থেকে পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইনের পরে আপনি চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন। এবার নিচের সংকেত কপি করে আপনার সাইটে যুক্ত করলে মানচিত্রের সাহায্যে আপনার সাইটের দর্শকদের অবস্থান চিহ্নিত হবে। ব্যবহারকারীর সাইটে প্রবেশ করার পরে সয়ংক্রিয়ভাবে এটি হালনাগাদ হবে এবং লিংকে ক্লিক করলে বিস্তারিত দেখা যাবে।
Sir I visited your this page….
http://www.shamokaldarpon.com/?p=332#more-332
I register this site…
http://www.globetrackr.com
Than I completely my all work as your post say. At last I got HTML codes. But sir I dont understand where I will paste this codes. I have a blog on wordpress.com
Please sir warn me all details step by step how can I use this codes in my blog perfectly.
Thank you.
লগইন করে এ widgets গিয়ে একটি টেক্সটি নিন এবং কোড পেস্ট করুন।