এক ক্লিকেই চলবে পছন্দের গান

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই গান শুনতে পছন্দ করি তা অস্বীকার করবে না কেউ। কিন্তু বারবার গান পরিবর্তন করে পছন্দের গান চালু করা ঝামেলা ও সময় সাপেক্ষ। এছাড়াও একই কম্পিউটারে একাধীক ব্যবহারকারী থাকলে তাদের পছন্দ ভিন্ন ভিন্ন হতে পারে। ফলে সময় বাঁচানোর জন্য এবং সহজে গান চালু করার জন্য প্রত্যেকের জন্য আলাদা গানের প্লে লিষ্ট বা তালিকা তৈরী করতে পারেন। তাতে বারবার পছন্দের গান বাছায় করা থেকে যেমন বাঁচবেন তেমনই দ্রুত বিভিন্ন প্লে লিষ্টে ক্লিক করে পছন্দের গান চালু করতে পারবেন। প্লে লিষ্ট তৈরী করতে জেট অডিও ৫, পাওয়ার ডিভিডি, উইনিয়াম্প বা অন্য যেকোন মিউজিক প্লেয়ার ব্যবহার করতে পারেন। এখানে জেট অডিও এর মাধ্যমে প্লে লিষ্ট তৈরী করা দেখানো হলো। প্রথমে জেট অডিও চালু করে আপনার পছন্দের গান চালু করুন। যেহেতz পছন্দের গান একাধীক তাই গানগুলো একই সাথে শুনতে বাকী গানগুলো প্লে লিষ্টে যোগ করতে হবে। এজন্য প্লে লিষ্ট Add বাটনে ক্লিক করে প্লে লিষ্ট উইন্ডো ওপেন করুন এবং এখান থেকে মাউসের ডান বাটন ক্লিক করে Add Files ক্লিক করে আবার Add Files ক্লিক করুন অথবা (Ctrl+I) চাপুন। এবার বিভিন্ন ড্রাইভে বা ফোল্ডারে থাকা পছন্দের গান সিলেক্ট করে Open বাটনে ক্লিক করে ওপেন করুন। তাহলে দেখবেন তা প্লে লিষ্টে যোগ হয়েছে। এভাবে আপনার পছন্দের গানগুলো এক এক করে প্লে লিষ্টে যোগ করুন। এরপর মাউসের ডান বাটন ক্লিক করে Export… এ ক্লিক করে নির্দিষ্ট ফোল্ডারে (যেমন Best Song নামে) সেভ করুন। আপনি চাইলে অডিও এবং ভিডিও গান আলাদা ভাবে সেভ করতে পারেন। একই ভাবে আপনি একাধীক প্লে লিষ্ট তৈরী করতে পারেন পছন্দ, ধরণ বা অন্য যেকোন ভাবে। এখন টাস্কবারে মাউসের ডান বাটন ক্লিক করে Toolbars থেকে New Toolbar… ক্লিক করে যে ফোল্ডারে প্লে লিষ্ট সেভ করেছেন সেই ফোল্ডারে সিলেক্ট করে Ok করুন। তাহলে টাস্কবারে Best Song নাম দেখা যাবে যার ডানে >> চিহ্ন আসবে সেখানে ক্লিক করলে আপনার তৈরী করা প্লে লিষ্টগুলো দেখা যাবে। এবার যে প্লে লিষ্টে ক্লিক করবেন তা চলতে থাকবে।

One Comment on "এক ক্লিকেই চলবে পছন্দের গান"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস