সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে থেকে মোবাইল রিচার্জ এবং ওয়াইম্যাক্সের কার্ড কেনা

মেহেদী আকরাম | February 9, 2012, 5:04 PM

অনলাইন থেকে ভিসা/মাস্টার কার্ড বা ডিবিবিএল/ব্রাক ব্যাংকের ডেবিট কার্ড দ্বারা বাংলালাওন এবং কিউবির কার্ড কেনা বা বাঙলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল এর টপআপ (মোবাইল রিচার্জ) করা যাবে। ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। সাইটটির ঠিকানা হচ্ছে www.easy.com.bd
এজন্য ইজি ডট কম ডট বিডি সাইটে রেজিষ্ট্রেশন (বিনামূল্যে) করা থাকতে হবে। এরপরে টপআপ করতে বা টিকিট কিনতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। টিকিতে কিনতে বা মোবাইলে রিচার্জ করতে শতকরা ১.৯ টাকা চার্জ লাগবে।

৩টি মন্তব্য

মন্তব্য করুন