ফোল্ডারকে ড্রাইভের রূপ দিন

কাজের প্রয়োজনে একটি ফোল্ডার অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণ এধরণের ফোল্ডারকে সহজে খোলার জন্য আমরা শর্টকাট করে ডেক্সটপে বা স্টার্ট মেনুতে রাখি। কিন্তু এই ফোল্ডারকে যদি ড্রাইভ হিসাবে ব্যবহার করা যায় তাহলে কেমন হয়! ধরি ই ড্রাইভের অল ডকুমেন্টসকে (e:\alldocuments) আপনি এক্স (x:) ড্রাইভ হিসাবে দেখতে চান। এজন্য আপনাকে নোটপ্যাডে গিয়ে subst x: e:\alldocuments লিখুন এবং drive.bat নামে সেভ করুন এবং চালু করুন। এবার মাই কম্পিউটার খুলে দেখুন ই (e) ড্রাইভের মত এক্স (x) নামে নতুন একটি ড্রাইভ তৈরী হয়েছে। পরবর্তীতে কম্পিউটার নতুন করে চালু করলে এক্স ড্রাইভ আর আসবে না। তাই স্থায়ীভাবে এই ড্রাইভ চালু রাখতে স্টার্ট বাটনে মাউসের ডান বাটন ক্লিক করে Open All Users এ ক্লিক করুন। এখন Programs\Startup ঢুকুন। এবার drive.bat ফাইলটি কপি করে এনে এখানে পেষ্ট করুন, এরপর থেকে প্রতিবার কম্পিউটার চালু হবার সময় এক্স (x:) ড্রাইভ তৈরী হবে। এভাবে আপনি ভিন্ন ভিন্ন নামে আরো একাধিক ড্রাইভ তৈরী করতে পারেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস