নতুন ফায়ারফক্সে পুরাতন এ্যাড-অন্স ব্যবহার
জনপ্রিয় ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্স আপডেট হলে অনেক এ্যাড-অন্সই আপডেট না হবার ফলে কাজ করে না। ফলে দরকারী এ্যাড-অন্সের জন্য অনেককেই বিপাকে পড়তে হয়। এসমস্যা সমাধানে ম্যানুয়ালী অব্যবহারযোগ্য এ্যাড-অন্সটিকে কমপ্যাটিবিলিটি করতে হয়। তবে সয়ংক্রিয়ভাবে সকল অব্যবহারযোগ্য এ্যাড-অন্সগুলোকে কমপ্যাটিবিলিটি করতে পারা যায় যদি কমপ্যাটিবিলিটি রিপোটার এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকে। এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/add-on-compatibility-reporter থেকে এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রির্স্টাট করুন। এবার দেখুন পুরাতন এ্যাড-অন্সগুলো যেগুলো কাজ করতো না সেগুলো সক্রিয় হয়েছে এবং কাজ করছে।
মেহেদী ভাই,
ছালাম নেবেন। আপনার টিপস্ নিয়োমিত পাচ্ছি। আপনাকে ধন্যবাদ।