গুগল ক্যালেন্ডারে ভিন্ন দেশের টাইম জোন সেট করা
গুগল ক্যালেন্ডারে বিভিন্ন ইভেন্ট আমরা ব্যবহার করে থাকি যা থাকে মূলত ডিফল্ট করা টাইম জোনে। ফলে এসব ইভেন্ট থেকে এসএমএস এলার্ট বা ইমেইল এলার্ট আসে উক্ত টাইম জোনে সময়ে। কিন্তু কারো জন্মবার্ষিকী বা অনান্য কোন বার্ষিকীর ক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি ভিন্ন কোন দেশে (ভিন্ন টাইম জোনে) থেকে থাকে তাহলে টাইম জোন নিয়ে ঝামেলা হতে পারে। ধরুন আপনার ঘনিষ্ঠ এক বন্ধু যুক্তরাজ্যে থাকে। আপনি তার জন্মবার্ষিকীতে রাত ১২ টাই একটি এসএমএস করলেন কিন্তু আপনার বন্ধুটি এসএমএসটি পেলো যুক্তরাজ্যের সময়ে তার জন্মবার্ষিকীর ৬ ঘন্টা আগে। কারণ যুক্তরাজ্যে এবং বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা। এধরনের সমস্যা এড়াতে গুগল সম্প্রতি ক্যালেন্ডারের ইভেন্টে টাইম জোন সেট করার সুবিধা দিয়েছে।
টাইম জোন সেট করতে নতুন ইভেন্ট তৈরীর সময় ডানে Time Zone লিংকে ক্লিক করুন। এরপরে Event Time Zone এর পপ আপ থেকে দেশের নাম নির্বাচন করে (একাধিক টাইম জোন হলে নিচের ড্রপ-ডাউন থেকে টাইম জোন নির্বাচন করতে হবে আর একটি টাইমজোন হলে তা নির্বাচিত থাকবে) Done এ ক্লিক করুন। এছাড়াও separate start / end time zones এ ক্লিক করে ইভেন্টের শুরু এবং শেষে আলাদা আলাদা টাইম জোন সেট করতে পারেন। টাইম জোন সেট করার ফলে ইভেন্টের মূল সময় পরিবর্তন হয়ে আপনার দেশের (ডিফল্ট) টাইম জোনে রূপান্তর হয়ে যাবে। পরবর্তিতে টাইম জোন মুছে দিলে ইভেন্টের সময় আপনা আপনি ডিফল্ট টাইম জোনে চলে আসবে।
মেহেদী ভাই কপি করা যাবে না এমন সিডি কিভাবে তৈরী করবো। আপনার জানা মতে এ ধরণের কোন সফট আছে। প্লিজ তারাতারি জানাবেন। [email protected]