সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২২শে মার্চ, ২০২৩ ইং | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মাইএসকিউএল এখন সানের

admin | January 17, 2008, 7:32 PM

সান মাইক্রোসিস্টেম ইনকর্পোরেশন ১ বিলিয়ন ডলারের বিনিময়ে সুইডিস সফটওয়্যার কোম্পানী মাইএসকিউএল (MySQL) কে কিনে নিয়েছে। ইতিমধ্যে সান ৮০০ মিলিয়ন ডলার নগদ পরিশোধ করেছে বাকীটা সুবিধামত সময়ে পরিশোধ করবে। মাইএসকিউএল হচ্ছে ওপেন সোর্স ডেটাবেজ সার্ভার মেকার যা মূলত বিশ্বব্যাপি ওয়েবসাইটে ব্যবহৃত হয়ে থাকে। মাইএসকিউএল কেনা প্রসঙ্গে সান বলেছে এতে তাদের আইটি বাজার সমৃদ্ধ হবে। এবং মাইএসকিউএল আরো বড় কোম্পানী হিসাবে পরিচিতি পাবে কারণ সান সার্ভার ও সফটওয়্যার, আইবিএম এবং ডেলের মত বড় কাষ্টমার পবে। যদিও বর্তমানে মাইএসকিউএল ডেটাবেস গুগল, ফেসবুক, নকিয়ার মত কোম্পানীতে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে বিশ্বে ১৫ বিলিয়নের ডেটাবেজ বাজার রয়েছে। সবমিলিয়ে সান আশা করছে মাইএসকিউএল কেনার ফলে তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। এমনকি তাদের বিশ্লেষণে প্রকাশ পেয়েছে এবছরের দ্বিতীয় ভাগ নাগাদ তারা ৩.৬ বিলিয়নের বাজার ধরবে।

মন্তব্য করুন