সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৪ঠা জুন, ২০২৩ ইং | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফাইল ফোল্ডার ডিলিট বা সরাতে সমস্যা হলে

মেহেদী আকরাম | November 9, 2010, 1:17 PM

বিভিন্ন কারণে ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, রিনেম করা যায় না। এসবের মুল কারণ হচ্ছে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন চলতি প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এ সমস্যা থেকে মুক্তির সবচেয়ে ভাল সফটওয়্যার হচ্ছে আনলকার। ১ মেগাবাইটের মত ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.ccollomb.free.fr/unlocker/ বা www.filehippo.com/download_unlocker/ থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল থাকলে সমস্যার আক্রান্ত ফাইল বা ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করলে দেখা যাবে উক্ত ফাইল বা ফোল্ডারটি কোন কোন প্রোগ্রামে ব্যবহৃত হচ্ছে। এবার Unlock All বাটনে ক্লিক করেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও বাম পাশের No action ড্রপ-ডাউন থেকে Delete নির্বাচন করে Unlock All বাটনে ক্লিক করলে ফাইল বা ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। এভাবে Rename বা Move করা যাবে। তাছাড়াও কোন ফাইল বা ফোল্ডার ডিলিট, মুভ, রিনেম করতে গিয়ে না হলে সয়ংক্রিয়ভাবে Unlocker সফটওয়্যারটি চালু হতে পারে। সেক্ষেত্রে একই পদ্ধতিতে No action ড্রপ-ডাউন থেকে দরকারি অপশনটি নির্বাচন করে Unlock All করলেই হবে।

মন্তব্য করুন