সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৭শে মার্চ, ২০২৩ ইং | ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বন্ধুদের ছবি দ্বারা ছবির মোজাইক তৈরী করা

মেহেদী আকরাম | October 23, 2010, 7:53 PM

নিজের ছবির ভিতরে যদি অসংখ্য বন্ধুদের ছবি তাহলে কেমন হয়! অর্থাৎ মোজাইক স্টাইলের ছবির ভিতরে থাকবে অনলাইন বন্ধুদের ছবি। এমনই ছবি বানানো যাবে ফ্রিন্টআর থেকে। এজন্য www.frintr.com সাইটে গিয়ে ফেসবুক, মাইস্পেস বা টুইটার দ্বারা লগইন করে create বাটনে ক্লিক করে সহজেই তৈরী করা যাবে বন্ধুদের ছবি দ্বারা নিজের ছবির মোজাইক। যে সামাজিক সাইট দ্বারা লগইন করবেন সেই সামাজিক সাইটের বুন্ধুদের ছবি দ্বারা উক্ত সামাজিক সাইটের প্রফাইলে থাকা ছবিটির মোজাইক হবে। আর যদি ফেসবুক, মাইস্পেস এবং টুইটার তিনটিই দ্বারা লগইন করেন তাহলে তিনটি সাইটের সকল বন্ধুদের ছবি দ্বারা ছবির মোজাইক তৈরী হবে। তবে Use different big picture এ যদি কোন ছবি আপলোড করেন তাহলে উক্ত আপলোড করা ছবিটি বন্ধুদের ছবি দ্বারা মোজাইক ছবি তৈরী হবে।

মন্তব্য করুন