ক্যাসপারস্কি রেসকিউ ডিক্স আপডেট করা

কম্পিউটারের ভাইরাস থেকে মুক্তি পেতে ক্যাসপারস্কি রেসকিউ ডিক্সের জুড়ি নেই। তবে রেসকিউ ডিক্স যদি আপডেট করা না থাকে তাহলে অনেক সময় কাজে আসে না। অনলাইন থেকে যদিও আপডেটেড রেসকিউ ডিক্স নামানো যায় তার পরেও প্রায় ২০০ মেগাবাইটের ফাইল বারে বারে নামানো কষ্টকর। তবে কম্পিউটারে যদি ক্যাসপারস্কি ইনস্টল করা থাকে এবং আপডেট অবস্থায় থাকে তাহলে সহজেই সেই আপডেট থেকে পূর্বে ডাউনলোড করা রেসকিউ ডিক্সকে আপডেট করা যায়।
ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১: ক্যাসপারস্কি ২০১১ চালু করে Tools এ ক্লিক করুন। এবার Rescue Disk আইকনে ক্লিক করে ক্লিক করে Next করুন। এবার Copy ISO image from local or network drive রেডিও বাটন নির্বাচন করে Next করুন। (Download ISO from Kaspersky Lab Server নির্বাচন করলে প্রায় ২০০ মেগাবাইটের মত রেসকিউ ডিক্সের আইএসও ফাইল ক্যাসপারস্কি সার্ভার থেকে ডাউনলোড হবে।) এখানে Browse বাটনে ক্লিক করে ডাউনলোড করা আইএসও ফাইলটি নির্বাচন করে Next করুন তাহলে আইএসও ফাইল হতে তথ্য কপি হবে। এরপরে Next করলে কিছুক্ষণের মধ্যে আপডেট সম্পন্ন হবে। আপডেট হবার পরে Next করলে সেভ উইন্ডো আসবে, এখানে রেডিও Save the disk image to file on local or network drive বাটন নির্বাচন করে Next করে সেভ করুন (Record to USB flash drive নির্বাচন করলে বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরী করা যাবে)। এবার উক্ত আইএসও ফাইলটি সিডি/ডিভিডিতে রাইট করুন। অনান্য সংস্করণে প্রায় একইভাবে রেসকিউ ডিক্সকে আপডেট করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস