সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৩০শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফাইলের ভিতরের কনটেন্ট ধরে ফাইল খোঁজা

মেহেদী আকরাম | August 27, 2010, 1:04 PM

কম্পিউটারে সাধারণত ফাইলের নাম ধরে ফাইল খোঁজা হয়। কিন্তু ফাইলের নাম যদি জানা না থাকে অথবা ফাইলের ভিতরের নির্দিষ্ট কোন শব্দ বা শব্দ সমষ্টি হিসাবে ফাইল খুঁজতে হয় তাহলে বেশ বিপাকে পড়তে হয়। তবে ৭এসডক সফটওয়্যার এর সাহায্যে ডকুমেন্টের ভিতরের কনটেন্ট বা শব্দ দ্বারা সহজেই ফাইল খুঁজে পাওয়া যাবে। সফটওয়্যারটি doc, docx, txt, xls, rtf, htm, html ফরম্যাটের ফাইলগুলো সমর্থন করে। মাত্র ১ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি http://7s.backupforall.com থেকে ডাউনলোড করা যাবে। ফাইল খুঁজতে সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন। এবার Config বাটনে ক্লিক করে কোন কোন ফোল্ডার থেকে খুঁজবেন সেই লোকেশনগুলো যুক্ত করে সেভ করুন। এরপরে Build Index বাটনে ক্লিক করে ইনডেক্স তৈরী করুন। তাহলে উক্ত লোকেশনগুলোর সকল ফাইলের ইনডেক্স তৈরী হবে এবং সংখ্যা দেখাবে। এবার সার্চ বক্সে শব্দ লিখে Search বাটনে ক্লিক করুন, তাহলে ফলাফল পাওয়া যাবে।

মন্তব্য করুন