সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২১শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইন স্টোরেজগুলো নিয়ন্ত্রণ করুন ডেক্সটপ থেকেই

মেহেদী আকরাম | August 22, 2010, 6:54 PM

অনলাইনে ফাইল বা ছবি ব্যাকআপ রাখার জনপ্রিয় সাইটগুলোর মধ্যে গুগল ডক্স, গুগল পিকাসা, মাইক্রোসফট লাইভ স্কাইড্রাইভ, বক্স ডট নেট, আমাজন এস৩, ওয়েবডেভ অন্যতম। এসব সাইটে প্রবেশ হলে ওয়েব ব্রাউজার থেকে ব্রাউজ করে লগইন করতে হয়। এসব ঝামেলা না করে যদি একটি সফটওয়্যার দ্বারা এসকল সাইটে প্রবেশ এবং ড্রাগ ড্রপের মাধ্যমে ফাইল আদান প্রদান করা যায় তাহলে কেমন হয়! এমনই একটি সফটওয়্যার হচ্ছে গ্ল্যাডিনেট ক্লাউড ডেক্সটপ। ১২ মেগাবাইটের মত ফ্রি সংস্করণটি (স্টার্টার ভার্সন) www.gladinet.com থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন