সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

মেহেদী আকরাম | October 3, 2009, 7:55 PM

মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যা। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না। তবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। এজন্য প্রথমে www.opera.com/mini/ থেকে অপেরা মিনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।
এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুন। এরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন।
ব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।

পোষ্টটি করার ইচ্ছা ছিলো না কারণ এটা সাধারণ তথ্যটা প্রায় সাবই জানে। কিন্তু অনেকে প্রশ্ন করে ফলে বারবার একই উত্তর দিতে ভাললাগে না, তাই অবশেষে পোষ্টটি করলাম।

৮টি মন্তব্য

  1. ধন্যবাদ মেহেদী ভাই- এ লেখাটি পোস্ট করার জন্য।
    অপেরা মিনিতে বাংলা যুক্ত হয়েছে ত‍া জানতাম কিন্তু জাভ‍া সমর্থিত ফোনে ‍অপেরা মিনি দিয়ে ইউনিকোডে লেখা বাংলা দেখা যায়- এট‍া জানা ছিলনা‌। আপনার দেওয়া টিপস অনুযায়ী নকিয়া এন ৭০ ফোনে বাংলা কনফিগার করেছি এবং চমৎকার বাংলা দেখা যাচ্ছে। এখনে আরেকটি প্রাসঙ্গিক বিষয় জানতে ‍চাচ্ছি। যেসব ফোনে বিল্ট ইন বাংলা সফটয়্যার নেই কিন্তু জাভা সমর্থিত( যেমন এন ৭০), সেসব ফোনে ইউনিকোডে বাংলা লেখার জন্যে এ ‍যাবৎ এরকম কোন সফটয়্যার বা পদ্ধতি উদ্ভাবিত হয়েছে কি?(আমি বিভিন্ন মোবাইল ফোন অপ‍ারেটর কর্তৃক প্রাথমিক ভাবে উদ্ভাবিত জাভা ভিত্তিক এসএমএস সফটয়্যার গুলোর কথা বলছি না।) থাকলে জানাবেন দয়াকরে। ধন্যবাদ।

  2. For enjoy bangla wave site in mobile( n73) I installed opera mini. According to your instraction I complete upto Mobile view. I write ‘about;config’ in address bar but “Power-User setting” does not appear after pushing enter button. Please help me.

  3. আপনার এই পোষ্ট এর মাধ্যমে আমার সমস্যার সমাধান হল। এর আগে আমি জানতাম যে ওপরো মিনি তে User bitmap fonts for complex scripts এই অপশনটি আছে। কন্তিু কোথায় আছে তা খুজে পাচ্ছিলাম না। ওপরো মিনি তে about:config আপশন টি আছে তা কখনও চিন্তাও করি নি। আবশেষে আপনার এই পোষ্ট আমাকে এটা থেকে মুক্তি দিল।

    আপনাকে অনেক ধন্যবাদ।

  4. Hello,vaiya how r u?vaiya apnar post ti opera mini 10 ar jonno projojjo noy.opera mini 10 ar power-user setting vinno.plz vaiya aktu dekhben problem ta.

  5. বাংলা কনফিগার সেট করে বাংলা দেখা/লেখা যাচ্ছে কিন্তু আশ্চাযর্ ব্যাপার,
    বাংলা লেখা কপি করা যাচ্ছে না।
    এ ব্যপারে আপনার সাহায্য প্রার্থি।

মন্তব্য করুন