লালন শাহ (কুষ্টিয়া: ১৭৭৪ – অক্টোবর ১৭, ১৮৯০)

Lalonলালন শাহ (কুষ্টিয়া: ১৭৭৪ – অক্টোবর ১৭, ১৮৯০): বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শেষ্ঠ রচয়িতা এবং গায়ক। তার জন্ম সাল নিয়ে মতান্তর রয়েছে। লালন শাহ এক তীর্থভ্রমণে বের হয়ে বসন্ত রোগে আক্রন্ত হয়। এমতবন্থায় তার সহযাত্রীরা তাকে ত্যাগ করলে সিরাজ সাইঁ তাকে তার বাড়িতে আশ্রয় দেয় এবং তাকে সুস্থ করে তোলে। এরপর লালন তার কাছ থেকে বাউলধর্মে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার কুমারখালী থানার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরী করেন। নিসন্তান লালনের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি নিজ সাধনা বলে হিন্দু-মুসলিম ধর্মের উপরে গভীর জ্ঞান লাভ করেন।

তার রচিত গান তাই উভয় ধর্মের নিকট সমান সমাদৃত। তার লেখা গানে উভয় ধর্মের এবং আধ্যাত্নিক ভাবধারার। তার গানে মানব ধর্ম, মানবতা, জীবনে আদর্শ ও অসাম্প্রদায়িক ভাবধারা প্রকাশ পেয়েছ। তিনি প্রায় ২০০০ গান রচনা করেছেন। তিনি কোন জাতিভেদ মানতেন না। রবীন্দ্রনাথ কুষ্টিয়ার কুমারখালী থানার শিলাইদহ অবস্থানকালে লালন শাহের কাছ থেকে ২৯৮টি গান সংগ্রহ করে ২০টি গান প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন। সেখান থেকেই শিক্ষিত সমাজে লালনে পরিচয়। ১৮৯০ সালে ১৭ অক্টোবর (১২৯৭ ১ কার্তিক) লালন পরলোক গমন করেন। প্রতিবছর দোল পূর্নিমা ও মৃত্যু বার্ষিকীতে ভক্তরা তার মাযারে সাধুসেবা ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১ Comments on "লালন শাহ (কুষ্টিয়া: ১৭৭৪ – অক্টোবর ১৭, ১৮৯০)"

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস