গুগল একাউন্ট ছাড়াই গুগল ডক্স ব্যবহার করা যাবে

গুগল সমপ্রতি তাদের ব্যবহারকারী ছাড়াও সকলের জন্য গুগল ডক্স উম্মুক্ত করে দিয়েছে। ফলে গুগলে কোন একাউন্ট না থাকলেও গুগল ডক্স ব্যবহার করা যাবে। এতে প্রাথমিকভাবে ডকুমেন্ট, সেপ্রডশিট এবং ড্রয়িং রয়েছে। সাইটটির ঠিকানা হচ্ছে http://docs.google.com/demo। তৈরীকৃত ডকুমেন্ট সহজে শেয়ার করার জন্য শেয়ারিং লিংক রয়েছে। সেভ করা ফাইল গুগল ডক্স সার্ভারে ২৪ ঘন্টা পর্যন্ত থাকবে এবং পরবর্তিতে সয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস