সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নির্দিষ্ট সময়ে টুইট করা যাবে টুইটারে

মেহেদী আকরাম | June 2, 2010, 10:12 PM

ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের প্রায় সকলেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটার ব্যবহার করে থাকেন। বিভিন্ন তৃতীয়পক্ষের সফটওয়্যার বা ওয়েবসাইট দ্বারা টুইটারে স্ট্যাটস আপডেট করা যায়। তবে নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস আপডেট করার সাইট বা সফটওয়্যার নেই বললেই চলে। এরকমই একটি সফটওয়্যার হচ্ছে টুইটটোয়েন। সফটওয়্যাটি চালু করে টুইটারের একাউন্ট থেকে পিন নম্বর এনে সক্রিয় করে ইচ্ছামত সময়ে সিডিউল করে স্ট্যাটাস আপডেট করা যাবে। বহনযোগ্য ফ্রি এই সফটওয়্যারটি www.tweettwain.com থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি লিনাক্স, ম্যাক্সসহ উন্ডোজের সকল সংস্করণে চলবে।

৩টি মন্তব্য

  1. ইউটিউব থেকে গান কি ভাবে নামানো য়ায বলবেন কি…

মন্তব্য করুন