নির্দিষ্ট সময়ে টুইট করা যাবে টুইটারে

ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের প্রায় সকলেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটার ব্যবহার করে থাকেন। বিভিন্ন তৃতীয়পক্ষের সফটওয়্যার বা ওয়েবসাইট দ্বারা টুইটারে স্ট্যাটস আপডেট করা যায়। তবে নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস আপডেট করার সাইট বা সফটওয়্যার নেই বললেই চলে। এরকমই একটি সফটওয়্যার হচ্ছে টুইটটোয়েন। সফটওয়্যাটি চালু করে টুইটারের একাউন্ট থেকে পিন নম্বর এনে সক্রিয় করে ইচ্ছামত সময়ে সিডিউল করে স্ট্যাটাস আপডেট করা যাবে। বহনযোগ্য ফ্রি এই সফটওয়্যারটি www.tweettwain.com থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি লিনাক্স, ম্যাক্সসহ উন্ডোজের সকল সংস্করণে চলবে।

৩ Comments on "নির্দিষ্ট সময়ে টুইট করা যাবে টুইটারে"

Leave a Reply to suminCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস