আরএসএস থেকে টুইটারে স্ট্যাটাস আপডেট করা
জনপ্রিয় মাক্রো ব্লগিং টুইটারে এবং ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস আপডেট করা যায়। এর মধ্যে আরএসএস বা ফেড থেকেও স্ট্যাটাস আপডেট করা যাবে টুইটারফেড ওয়েবসাইটের মাধ্যমে। ফলে যারা ওয়ার্ডপ্রেসে, ব্লগারে বা অন্য ব্লগ সাইটে যেখানে ব্লগিং করেন তারা সহজেই তাদের পোস্টগুলোকে টুইটারে স্ট্যাটাস হিসাবে আপডেট করতে পারবেন। এজন্য প্রথমে www.twitterfeed.com গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার Create new feed to এ twitter নির্বাচিত রেখে Connect your feed to your Twitter Account বাটনে ক্লিক করে টুইটারের ইউজার, পাসওয়ার্ড দিয়ে Allow বাটনে ক্লিক করলে এই সাইটের একাউন্টকে অথরাইজ করা হবে। এখন Feed Name এ ফেডের নাম এবং RSS Feed URL এ ফেডের লিংক দিয়ে Create Feed বাটনে ক্লিক করলে ফেড তৈরী হয়ে যাবে। এখন থেকে উক্ত (যে সাইটের ফেড যুক্ত করা হয়েছে) সাইটে কোন পোস্ট করলে প্রতি ঘন্টায় এই সাইটের মাধ্যমে স্ট্যাটস হিসাবে টুইটারে আপডেট হবে। তবে ফেড যুক্ত করার সময় Advanced Settings এ ক্লিক করে ইচ্ছামত কিছু সেটিং পরিবর্তন করা যাবে। এভাবে টুইটারফেডের এই একই একাউন্টে আরো ফেড যুক্ত করা যাবে।