সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মে, ২০২৩ ইং | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাউজ করার আগে দেখে নিন ওয়েবসাইট নিরাপদ কিনা

মেহেদী আকরাম | May 29, 2010, 11:29 AM

আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি। কিন্তু এসব ওয়েবসাইট নিরাপদ কিনা তা জানি না, বা নিরাপদ হলেও কতটুক নিরাপদ তা জানা জানে ওয়েবসাইটি স্ক্যান করলে। ইউআরএল ভয়েড সাইটে ১৮টি ম্যালওয়্যার ইঞ্জিন দ্বারা সাইটটি স্ক্যান করে ফলাফল দিয়ে থাকে। এর মধ্যে জনপ্রিয় ইঞ্জিনগুলো হচেছ গুগল ডায়াগনস্টিক, নরটনসেভওয়েব, ম্যাকাফি সাইট এ্যডভাইসর ইত্যাদি। এবার www.urlvoid.com সাইটে গিয়ে Scan Websites for Viruses: এর টেক্সট বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখে Scan Now বাটনে ক্লিক করুন তাহলে ওয়েবসাইটের আইপি, সার্ভারের নাম ইত্যাদি আসবে এবং ১৮টি ইঞ্জিন দ্বারা স্ক্যান করা ফলাফল দেখাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন