মাদকের মত সকল তামাক নিষিদ্ধ হোক

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে কত রকমই শ্লোগানই না আমরা শুনি। কিন্তু মাদকের মত তামাকের কথা কেন শুনি না! তামাক জাতীয় পণ্যকে কেন না বলবো না। তামাক মুক্ত দেশের জন্য কেন আন্দোলন করবো না। সিগারেটের উপরে লেখা ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর, ধূমপানে মুত্য ঘটায় বা ধূমপানে স্টোক হয় থাকে তাতে কি ধূমপায়ীর সংখ্যা কমছে? এছাড়াও কিছুদিন আগে থেকে ধূমপানের বিজ্ঞাপন এবং উম্মুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাতেও ধূমপায়ীর সংখ্যা কম হয়নি। এমতবস্থায় অনেকেই মনের প্রশ্ন হচ্ছে- শধু ধূমপানের বিজ্ঞাপন বা উম্মুক্ত স্থানে ধুমপান নিষিদ্ধ নয় সকল তামাক জাতীয় পণ্য কেন নিষিদ্ধ করা হচ্ছে না।? এ জাতীয় পণ্য নিষিদ্ধ না করা হলে কারা লাভবান হচ্ছে? অথবা এসকল তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ হলে করা ক্ষতিগ্রস্থ হবে? সবকিছু ভেবে দেখলে অবশ্যই তামাক বা তামাক জাতীয় পণ্য নিষিদ্ধ হওয়া উচিৎ। একজন সাধারণ সচেতন মানুষও বুঝতে পারে তামাকের মাঝে কোন ভাল নেই। তামাকে ক্ষতি ছাড়া লাভের কিছুই পাওয়া যাবে না। একজন ধূমপায়ী তার নিজের যেমন শারীরিক এবং আর্থিক ক্ষতি করছে, তার আশেপাশের মানুষের শারীরিক ক্ষতি করছে, তেমনই তার পরিবারের অনান্য সদস্যরাও শারীরিক এবং আর্থিক ক্ষতিগ্রস্থতো হচ্ছেই। তারপরেও প্রশ্ন আসবে তামাক নিষিদ্ধ হলে অনেকেই ক্ষতিগ্রস্থ হবে। এবার দেখা যাক তামাক নিষিদ্ধ হলে করা ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতিগ্রস্থদের মাঝে রয়েছে তামাক উৎপাদনকারীরা, তামাক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত ব্যাক্তিরা (মালিক এবং শ্রমিক) এবং সরকারের রাজস্ব খাত। আমি মনে করি এদের সকলেই ক্ষতি খুবই সাময়িক। তামাক উৎপাদনকারীরা বা তামাক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত ব্যাক্তিরা অন্য পেশাতে যেতে পারবে আর সরকারের রাজস্ব খাত তো কম নয়, তারা অন্য খাত থেকে তা পুষিয়ে নিতে পারবে। এদের ৬ মাস বা ১ বছর সময় বেধে দিলে সহজেই কেউ ক্ষতির মুখমুখি হবে না। যে পলি ব্যাগ ছাড়া আমরা একটি দিনও চলতে পারতাম না সমাজের কথা মাথায় রেখে সেই পলি ব্যাগ যদি বন্ধ করা সম্ভব হয়ে থাকে তাহলে ধুমপানসহ সকল তামাক জাতীয় পণ্য কেন নয়! তবে এতকিছুর পরেও একটা কথা বলতে হয় সবকিছুর উপরে আমাদের যুব সামাজ কি নয়! আমি একটা বিষয় বুঝতে পারি না সরকার কি শুধুমাত্র তামাক শিল্প থেকে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে তামাক নিষিদ্ধ করছে না, নাকি এর মাঝেও কিন্তু আছে। সরকারের মাঝে কি সচেতন লোক নেই যারা এই ব্যাপারটি একটু ভেবে দেখবেন। মোট কথা যেকোন মূল্যে ধুমপানসহ সকল তামাক নিষিদ্ধ করা উচিৎ। পলি ব্যাগের মত তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং বিপণন বন্ধ করতে পারলে তামাক জাতীয় পণ্যের ব্যবহার বন্ধ হয়ে যাবে। এব্যাপারে আমি সেই শুভ সময়ের প্রতিক্ষায় থাকবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস