সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৬শে মার্চ, ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এক সাথে সকল প্রযুক্তির খবর

মেহেদী আকরাম | March 28, 2010, 7:55 PM

ইন্টারনেটে বিভিন্ন সাইট ঘাটলে প্রযুক্তি বিষয়ক সকল খবরই পাওয়া যায়। জনপ্রিয় ৪০টিও বেশী সাইটের প্রযুক্তি বিষয়ক খবর এখন মাইক্রো ব্লগিং টুইটারে এবং ফেসবুকে একসাথে পাওয়া যাবে। এ২জেড টেক নিউজ নামের টুইটারের ঠিকানা হচ্ছে www.twitter.com/a2ztechnews এবং ফেসবুকের ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/a2ztechnews। ফেসবুকের ফ্যান পেজের ফ্যান হলে ফেসুবকেই চলে আসবে প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবরগুলো। এসব প্রকাশিত খবরের শিরোনামের পরে থাকা লিংকে ক্লিক করেলে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করবে এবং বিস্তারিত খবর পাওয়া যাবে। এছাড়াও টুইটার গ্যাজেট ব্যবহার করে নিজের ওয়েব সাইটে তথ্য প্রযুক্তির সর্বশেষ খবর প্রকাশ করা যাবে। আর টুইটারের ফেড ব্যবহার করেও ব্রাউজার থেকে এসব খবর পাওয়া যাবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন