আর্কাইভের ছবি থাম্বনেইলে দেখা

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে থাম্বনেইল প্রিভিউ হিসাবে দেখলে ফাইল থাম্বনেইল হিসাবে দেখানোর পাশাপাশি ফোল্ডার ও থাম্বনেইল হিসাবে দেখায়। ফলে ফোল্ডারের ভিতরের ছবিগুলো দেখা যায়। কিন্তু ছবি আছে এমন আর্কাইভ (জিপ, রার) যদি থাম্বনেইল হিসাবে দেখা যায় তাহলে উক্ত আর্কাইভ ফাইলের মধ্যে থাকা ছবিগুলো থাম্বনেইল হিসাবে দেখা যায় না, শুধু আর্কাইভের আইকন দেখা যায়।
তবে একটি শেল ইনস্টল করলে আর্কাইভ (জিপ, রার) ফাইলগুলোর মধ্যে থাকা ছবিগুলো থাম্বনেইল হিসাবে দেখা যাবে। এজন্য http://free-sk.t-com.hr/T800/software/cbxShell.htm থেকে মাত্র ৮৪৪ কিলোবাইটের শেল ডাউনলোড করে আনজিপ করে ইনস্টল করুন। এবার ছবি আছে এমন আর্কাইভ ফাইল থাম্বনেইল হিসাবে দেখুন তাহলে উক্ত আর্কাইভের ভিতরে থাকা ছবি দেখা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস