সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৮শে মার্চ, ২০২৩ ইং | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনে ১টি ফ্রি এসএমএস

মেহেদী আকরাম | January 30, 2010, 12:28 AM

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস করার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। কিছুদিন পরে এগুলো থেকে আর ঠিকমত এসএমএস করা যায় না। এসব সাইটগুলোর মধ্যে টক এসএমএস অন্যতম। এখান থেকে দিনে একটি ফ্রি এসএমএস করা যায়। বাংলাদেশের গ্রামীণফোন, ওয়ারিদ, বাংলালিংক এবং একটেল সমর্থন করে।
প্রথমে www.talksms.com গিয়ে মোবাইল নম্বর (দেশের কোড +৮৮ সহ) দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে, তাহলে মোবাইলে একটি এ্যকটিভিশন কোড আসবে যা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগইন করে Send SMS ট্যাবে গিয়ে ১৬০ অক্ষরের এসএমএস পাঠাতে পারেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে আপনার রেজিষ্ট্রেশন করা মোবাইল নম্বর দেখাবে। আর এসএমএস এর নিচে ওয়েবসাইটের ঠিকানাও থাকবে।
এই সাইটে SMS Log এ প্রেরিত এসএমএস সংরক্ষিত থাকে তাছাড়া Contacts এ মোবাইল নম্বর সংরক্ষন করে রাখা যায়।

৯টি মন্তব্য

  1. মেহেদি ভাই , সালাম নিবেন ।
    আপনার দেওয় ফ্রি sms সাইটটি আমার অনেক সুন্দর লেগেছে । কিন্তু সমস্যা হলো দিনে ১টির বেশি sms করা যাবে না , এটা বেশ বিরুক্তি কর। আপনার কাছে এমন কোন ঠিকানা আছে কি যেখান থেকে ফ্রি sms করা যাবে যে কোনা নাম্বারে ,কিন্তু প্রেরকের নাম্বার দেখা যাবে না । থাকলে জানাবেন , জানালে কৃতঙ্গ থাকবো । ধন্যবাদ
    ………………………….প্রিন্স মাহমুদ
    [email protected]

  2. মেহেদী ভাই, সালাম রহিল।অনেক দিন ধরে পত্রিকার পাতায় আপনার টিপস্ পড়তেছি। techtunes এর মাধ্যমে আজ আপনাকে একদম কাছে পেয়ে খুব ভাল লাগতেছে।এখনো সব পড়া হয়নি।বরাবরই আপনার প্রতিটা tune পড়ে খুবই ভাল লাগে এবং অনেক উপকারে আসে। ভাইয়া talkSMS কি ৩০ দিনে ৩০টা SMS করা যাবে? তার পর কি আবার Reg. করতে হবে?
    ধন্যবাদ আপনাকে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

  3. আসলে টেকটিউনে আপনার একটা টিউন এর লিংক এর মাধ্যমে সমকাল দর্পণে আমার পদার্পণ।বিশেষ করে আপনার মেইল টা আমাকে বেশী আকৃষ্ট করেছে। আমি এখন সমকাল দর্পণের address টা সকল বন্ধুদের কাছে মেইল করতেছি।ধন্যবাদ আপনাকে।

  4. মেহেদি ভাই সালাম নিবেন ,
    TalkSMS.com এ রেজিষ্টেসন করার পর মাত্র দুটি sms করেছি কিন্ত এখন আর এটার মধ্যে ঢুকতে পারছি না । fail লেখা আসে । আর ভিয়া নেট এর অবস্থা তো আরো খারাপ । কোন সময়ই এই সাইটে প্রবেশ করতে পারিনা । আমার প্রশ্ন হলো …..প্লিজ এমন একটি সাইট আমাদের দিবেন সেটা যেন খু্বই কর্যকারী হয়। আপনাকে ধন্যবাদ……………প্রিন্স মাহমুদ
    mail: [email protected]
    cell: +8801711716927

    1. আমিতো নিয়মিত ব্যবহার করছি।
      ভিয়া নেট এর অবস্থা খারাপ হবার কারন বাংলাদেশে এর ব্যবহারকারী অনেক বেশী হয়ে গেছে।

  5. মেহেদি ভাই সালামা নিবেন ,
    আপনি বল্লেন যে আপনি http://www.talksms.com আপনি নিয়মিত ব্যবহার করছেন। কিন্তু আমি তো আগে এটি ব্যবহার করতাম , কাজ করতো । আর আজকে ও আপনার মেইল পাওযার পরে এটি কমপক্ষে ৩০মিনিট চেষ্টা করেছি কন্তিু প্রবেশ করতে পারিনি । ID & password ঠিকঠার দেওয়ার পরেও Login failed! লেখা দেখায়। আর তাছারা আমার গতপ্রেশ্নর নতুন লিংক সম্পর্কে আপনি স্পষ্ট কিছু বলেননি । আপনাকে ধন্যবাদ……………………..প্রিন্স মাহমুদ

মন্তব্য করুন