সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২০শে মার্চ, ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফায়ারফক্সে সহজেই ক্রিকেটের স্কোর দেখা এবং এলার্ট পাওয়া

মেহেদী আকরাম | January 17, 2010, 5:33 PM

ক্রিকেট খেলার চলতি স্কোর বিভিন্ন ওয়েব সাইট থেকে দেখা যায়। কিন্তু কোন ওয়েব সাইটে না ঢুকেই যদি ফায়ারফক্সের স্ট্যাটসবারে ক্রিকেটের চলতি স্কোর দেখা যায় তাহলে কেমন হয়! স্কোরওয়াচ নামের একটি এ্যাড-অন্স ইনস্টল করে এই সুবিধা পাওয়া যায়।
এজন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/4699 থেকে এ্যাড-অন্স ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন স্ট্যটাসবারের ডানে স্কোর আসবে। এখানে ক্লিক করে স্কোরওয়াচ মেনু থেকে চলতি সকল খেলার স্কোর দেখা যাবে তবে স্ট্যটাসবারে যে খেলাটির স্কোর দেখতে চান Match List থেকে সেটির উপরে ক্লিক করলে সেই খেলাটির স্কোর স্ট্যটাসবারে প্রদর্শন করবে এবং নিয়মিত হালনাগাদ হবে। এছাড়াও Preference এ ক্লিক করে কত সময় পর পর হালনাগাদ করতে চান তা নির্ধারণ করে দিতে পারেন এবং Wicket Alert ও নির্বাচন করতে পারেন।
ডিফল্ট হিসাবে ক্রিকইনফোর (www.cricinfo.com) স্কোর দেখায় তবে ইংল্যান্ড এন্ড ওয়েইলস ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের (www.ecb.co.uk) স্কোরও দেখতে পারেন। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোরওয়াচ মেনুর Source এর ড্রপডাউন মেনু থেকে পরিবর্তন করলেই হবে। আর কোন চলতি খেলার পূর্ণাঙ্গ স্কোর দেখতে স্কোরওয়াচ মেনুর উক্ত খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করলেই পেজটি খুলবে।

১টি মন্তব্য

মন্তব্য করুন