সর্বশেষ আপডেট : January 10, 2023 তারিখে 7:13 pm
আজ : ২৯শে মার্চ, ২০২৩ ইং | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হিরেনস বুট সিডি: একের ভিতরে সব

মেহেদী আকরাম | December 23, 2009, 8:04 PM

হিরেনস বুট সিডি একটি জনপ্রিয় লাইভ সিডি। ৯.৯ সংস্করণ থেকে এতে যুক্ত হয়েছে উইন্ডোজ মিনি। ফলে এক সিডি দ্বারা উইন্ডোজের প্রায় সকল সমস্যার সমাধানের পাশপাশি লাইভ এক্সপিও ব্যবহার করা যাবে। এতে ২৩টি শ্রেণীতে ২০০টির বেশী টুলস রয়েছে। শ্রেণীগুলো হচ্ছে পার্টিশন টুলস, ব্যাপআপ টুলস, রিকভারী টুলস, টেস্টিং টুলস, র‌্যাম (মেমরী) টেস্টিং টুলস, হার্ডডিক্স টুলস, সিস্টেম ইনফোরমেশন টুলস, এমবিআর (মাস্টার বুট রেকর্ড) টুলস, বায়োস/সিমস টুলস, মাল্টিমিডিয়া টুলস, পাসওয়ার্ড টুলস, এনটিএফএস (ফাইল সিস্টেম) টুলস, ব্রাউজার / ফাইল ম্যানেজার, অনান্য টুলস, ডস টুলস, ক্লিনার্স, অপটিমাইজার, নেটওয়ার্ক টুলস, প্রোসেস টুলস, রেজিস্টার টুলস, স্টার্টআপ টুলস, টোয়ীকারস এবং এন্টিভাইরাস টুলস।
সিডিটিতে রাইট করার উপযোগী ১৯৪ মেগাবাইটের ১০.১ সংস্করণের ISO ফরম্যাটের ফাইলটি ডাউনলোড করতে পারবেন www.hirensbootcd.org এখান থেকে। আর ২০০টি টুলসের মধ্যে Acronis দ্বারা সল্প সময়ে উইন্ডোজ ইনস্টল দেবার পদ্ধতি পাবেন www.shamokaldarpon.com/?p=790 এখানে।

৪টি মন্তব্য

মন্তব্য করুন