স্ট্যান্ডার্ড স্বীকৃতি পেল পিডিএফ
এডোবির ডকুমেন্ট ফরম্যাট পিডিএফ ১.৭ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) অবশেষে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সংস্থা (ISO) এর স্বীকৃতি পেল। এডোবির পিডিএফ আর্কিটেক্ট এবং সিনিয়র প্রিন্সিপাল সাইনটিষ্ট জিম কিং বলেছেন, এডোবি পিডিএফ ১.৭ ISO 32000 স্ট্যান্ডার্ড এর অনুষ্ঠিত ভোটে ১৩:১ ভোটে অনুমোদন পেয়েছে। গত জুলায়ে এডোবি আইএসও এর টেকনিক্যাল কমিটির কাছে পিডিএফ এর তথ্যাদি (পিডিএফ/আর্কাইভ এবং পিডিএফ/এক্সচেঞ্জ সহ) জমা দেয় এবং ডিসেম্বরে আএসও স্ট্যান্ডর্ড হিসাবে অনুমোদন পেল। ফলে এখন থেকে আইএসও পিডিএফ এর পৃষ্ঠপোষকতা করবে। এডোবি আশা করছে আএসও এর স্বীকৃতির ফলে পিডিএফ এর উন্নতির ধারা আরো বাড়বে।