ফায়ারফক্স মনে রাখবে ইয়াহু এবং হট মেইলের পাসওয়ার্ড

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের একটি বিশেষ সুবিধা হচ্ছে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যাতে পরবর্তীতে পাসওয়ার্ড না লিখেই সাইটে লগইন করা যায়। কিন্তু নিরাপত্তা জনিত কারনে ইয়াহু, হটমেইলসহ কিছু কিছু সাইট পাসওয়ার্ড সেভ করার সুযোগ দেয় না। তবে দরকার হলে একটু চাতুরি করে এসব সাইটের পাসওয়ার্ডও সেভ করা যায়।
এজন্য ইয়াহু বা হটমেইলে লগইন পেজে প্রবেশ করুন এবং নিচের কোড এড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন।

javascript:(function(){var ca,cea,cs,df,dfe,i,j,x,y;function n(i,what){return i+” “+what+((i==1)?””:”s”)}ca=cea=cs=0;df=document.forms;for(i=0;i<df.length;++i){x=df[i];dfe=x.elements;if(x.onsubmit){x.onsubmit=””;++cs;}if(x.attributes[“autocomplete”]){x.attributes[“autocomplete”].value=”on”;++ca;}for(j=0;j<dfe.length;++j){y=dfe[j];if(y.attributes[“autocomplete”]){y.attributes[“autocomplete”].value=”on”;++cea;}}}alert(“Removed autocomplete=off from “+n(ca,”form”)+” and from “+n(cea,”form element”)+”, and removed onsubmit from “+n(cs,”form”)+”. After you type your password and submit the form, the browser will offer to remember your password.”)})();

এরপরে ম্যাসেজ আসলে Ok করে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন করলে Remember Password ম্যাসেজ আসবে। এখন Remember বাটনে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নিন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস