শুরু হয়েছে ডিভি ২০১১ পূরণের সময়
শুরু হয়েছে ডিডি (ডাইভারসিটি ভিসা) ২০১১। ২ অক্টোবর ২০০৯ থেকে ৩০ নভেম্বর ২০০৯ পর্যন্ত ডিভি ২০১১ পূরণ করা যাবে। শেষের দিকে সার্ভার ব্যস্ত থাকায় শুরুর দিকে ডিভি পূরণ করা উচিত। ডিভি ২০১০ এ বাংলাদেশ থেকে ৬০০১ জন জয়ী হয়, যা বিশ্বের মধ্যে প্রথম। ডিভি ২০১১ এর সকল নিয়ম কানুন ২০১০ এর মতনই। ওয়েসাইটের ঠিকানা: www.dvlottery.state.gov এবং মূল এ্যাপলিকেশনের ঠিকানা: www.dvlottery.state.gov/application.aspx। ছবি সংক্রান্ত এবং অনান্য তথ্য পাওয়া যাবে http://www.shamokaldarpon.com/?p=807 এবং http://travel.state.gov/visa/immigrants/types/types_1318.html থেকে।
ভাই ফরম পূরণ করতে পারছি না
সমস্যাটা কি?
আমি য়দি ssc পাস হই তাহলে কিসে [টিক] দিব, মেহেদী আকরাম ভাই
নূন্যতম যোগ্যতা High School degree অর্থাৎ HSC।
ssc পাস হলে Primary school only দিন তবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে।
আর আমার নাম কি সব বড় হাতের হব ? BOBBY
Boby দিলেই হবে।
Are you claiming eligibility based on the country where you were born? এতে yes /no কি
হবে? ভাই যদি লেখাটার মানে বুঝান তাহলে খুসি হব….
yes
scan করার সময় scanner এ কতো dpi দিব ?
ভাই পাশা, 150dpi
প্রিয় মেহেদী ভাই, অনলাইনে কি ভাবে ছবি Edit করব অথ্যৎ DV সাইজ করব। জানালে উপকৃত হব।
http://pixer.us/ দ্বারা চেষ্টা করতে পারেন।
মেহেদী আকরাম ভাই লাস্ট কত বয়স পরর্যন্ত ডিভি আবেদন করা যায়?
বয়সের কোন সীমাবদ্ধতা নেই।
ধন্যবাদ
Country of Eligibility for the DV Program এর Are you claiming eligibility based on the country where you were born? এর মানেটা আমাদের একটু বুঝান
YES হবে।
Country of Eligibility for the DV Program এর Are you claiming eligibility based on the country where you were born? এর মানে হল আপনি যে দেশ তেকে apply করতেছেন তা DV lottery 2011 এর জন্য eligibil(যগ্যতা) আছে কি না. উওর:- Yes (আছে)..
যে সব দেশ DV lottery জন্য eligibil(যগ্যতা) নহে সেগুলো হল:-India, Pakistan, South Korea, Philippines, and Vietnam. Hong Kong etc.
মেহেদী আকরাম ভাই, ডিগ্রি/হনার্স পাস হলে কিসে টিক দিব?
University Degree.
ভাই মেহেদী আকরাম, যদি পরিবার সহ DV দিতে চাই তাহলে বাচ্ছার বয়স সর্বচ্চ কত হলে নাম দেওয়া যবে?
২১
ভাই আপনাকে বার বার বিরক্ত করার জন্য দুঃখিত…
HSC পাশ না হলে দুই বছরের কিসের অভিজ্ঞতা লাগবে? BBA পড়ারত অবস্থায় হলে কিসে টিক দিব?
HSC পাশ না হলে দুই বছরের কোন কাজের অভিজ্ঞতা লাগবে।
BBA পড়ারত অবস্থায় মানে হচ্ছে HSC পাশ।
আমি বি,কম (পাস) উত্তীর্ণ। ডিভি ফরম পূরনের সময় What is the highest level of education you have achieved, as of today? এর জায়গায় কোন কোয়ালিফিকেশনে ক্লিক করতে হবে? আশা করি জানাবেন।
বি,কম (পাস) হলে University Degree দিন।
salam bhaia
dv -2011 countinu after fill up but not
countinu it come page cnt open and
page refresh etc
please help
ব্রাউজার বা ইন্টারনেটের সংযোগের জন্য হতে পারে। অন্য ব্রাউজারে চেষ্টা করে দেখুন।
DV Address টা আমাকে দিবেন